• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Jan 31, 2025
16:34:23

২০২৬ বিশ্বকাপে মেসি? স্কালোনির আশাবাদী বার্তা

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত প্রশ্ন—২০২৬ বিশ্বকাপে খেলবেন কি লিওনেল মেসি? আর্জেন্টাইন মহাতারকা ইতিবাচক ইঙ্গিত দিলেও কখনোই এ বিষয়ে নিশ্চিত কিছু বলেননি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি এবার জানালেন, মেসির চোখ রয়েছে ২০২৬ বিশ্বকাপের দিকে।

দক্ষিণ আমেরিকার ক্রীড়া ভিত্তিক টিভি চ্যানেল ডিস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, "প্রথম যে কথা বলতে হয়, সেটা হলো মেসি ও তার সতীর্থরা জানে যে তাদের হাতে এখনও অনেক সময় আছে। প্রত্যেকেই বিশ্বকাপে খেলতে আগ্রহী। তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর সময় এখনো আসেনি। আমাদের কী পরিকল্পনা, সেটা মেসি জানে। সে আমাদের দলের সবচেয়ে বুদ্ধিমান ফুটবলার।"

এদিকে, কোপা আমেরিকা জয়ের পর অ্যাঞ্জেল ডি মারিয়ার অবসরের প্রসঙ্গেও কথা বলেছেন স্কালোনি। তার মতে, ডি মারিয়া সেরা অবস্থায় থেকেই বিদায় নিয়েছেন, যা তার ক্যারিয়ারের জন্য চমৎকার সমাপ্তি।

ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—আলবিসেলেস্তেদের জার্সিতে আরেকটি বিশ্বকাপ খেলতে দেখা যাবে কি ফুটবল রাজপুত্র মেসিকে? সময়ই হয়তো দেবে এই প্রশ্নের সঠিক উত্তর।