২০২৫ সাল হতে পারে ঢালিউডের নতুন যুগের সূচনা। বছরের শুরু থেকে মুক্তির অপেক্ষায় থাকা ১০টি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র দর্শকদের জন্য উপহার দিতে চলেছে নতুন গল্প ও অভিনয়ের নতুন অভিজ্ঞতা। প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাগুলো বাংলাদেশি চলচ্চিত্রের কনটেন্টে বৈচিত্র্য এনে দেবে।
শাকিব খান ও ইধিকা পালের দ্বিতীয় চলচ্চিত্র "বরবাদ"। পরিচালনায় নাট্য নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ছবিতে আছেন যীশু সেনগুপ্ত ও নুসরাত জাহান। অ্যাকশন ও ড্রামায় ভরপুর ছবিটির মুক্তি ঈদুল ফিতরে।
"সুড়ঙ্গ" খ্যাত আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে চরকি ও এসভিএফ। মুক্তি পেতে পারে ২০২৫ সালের ঈদে।
অনম বিশ্বাসের মুক্তিযুদ্ধভিত্তিক ছবি, যেখানে স্বাধীন বাংলা ফুটবল দলের কাহিনী তুলে ধরা হয়েছে। ছবির প্রধান ভূমিকায় আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।
অনলাইন জগতের অন্ধকার দিক নিয়ে নির্মিত মিঠু খানের "নীলচক্র"। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত এই ছবিটি ইতোমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
অমিতাভ রেজার "রিকশা গার্ল" গল্পের শক্ত ভিত্তিতে নির্মিত একটি সিনেমা। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জানুয়ারিতে।
তানভীর হাসানের "মধ্যবিত্ত" জীবনযুদ্ধের গল্প নিয়ে নির্মিত। মুক্তির তারিখ ৩ জানুয়ারি।
কাজল আরেফিন অমির রোমান্টিক কমেডি "হাউ সুইট" ওটিটি প্ল্যাটফর্মে ভালোবাসা দিবসে মুক্তি পাবে।
মেহজাবিন চৌধুরীর প্রথম সিনেমা "সাবা", যা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে দেশে মুক্তি পাবে।
জাহিদ জুয়েলের অ্যাকশন-থ্রিলার "পিনিক"-এ প্রথমবার খল চরিত্রে দেখা যাবে শবনম বুবলীকে।
প্রীতম হাসান ও তানজিন তিশার অভিনীত ওটিটি সিনেমা "ঘুমপরি" মুক্তি পাবে ভালোবাসা দিবসে।
২০২৫ সাল হতে যাচ্ছে ঢালিউডের জন্য একটি বৈচিত্র্যপূর্ণ বছর। এই চলচ্চিত্রগুলো দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি রাখছে।