ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন একটি ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ছাত্রীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ গঠিত হয়। এতে আবু বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক এবং জাহিদ আহসান কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান।
তবে সংগঠনের ঘোষণাকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাংশ নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ না পাওয়ার অভিযোগ এনে স্লোগান দিতে শুরু করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে ৯ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২ জন ঢাবির শিক্ষার্থী আহত হন।
আহতদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাফসিনসহ বেশ কয়েকজন রয়েছেন। অন্যদিকে, ঢাবির আহত শিক্ষার্থীরা হলেন সাংবাদিকতা বিভাগের মিশু আলী ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের আকিব আল হাসান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের মধ্যে দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে জখম থাকলেও অবস্থা গুরুতর নয়।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।