• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Sep 25, 2024
09:05:54

প্রবাসী দরুতুল্লাহর দুধ দিয়ে গোসল: নতুন জীবনের প্রতীক

দীর্ঘদিন প্রবাসে কাটানোর পর দেশে ফিরে দুধ দিয়ে গোসল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন কক্সবাজারের ইদগাহ  উপজেলা, পোকখালী ইউনিউয়নের গোমাতলীএলাকার মোহাম্মদ দরুতুল্লাহ নামে এক প্রবাসী। জীবনের অর্ধেক সময় বিদেশে কাটিয়ে বহু কষ্টে অর্জিত অর্থ দিয়ে দেশে ফিরে দরুতুল্লাহ নতুনভাবে জীবন শুরু করার আশায় ছিলেন। কিন্তু দেশে ফিরে স্ত্রীকে পরকীয়ায় জড়িত দেখে তার সমস্ত স্বপ্ন ভেঙে পড়ে।

দরুতুল্লাহ প্রবাস জীবনে দিন-রাত কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করলেও, তার দাম্পত্য জীবন ভেঙে যায়। স্ত্রীর সাথে তার সম্পর্কের অবনতির পর অনেক চেষ্টা করেও তিনি সংসার রক্ষা করতে পারেননি। সম্পর্ক মেরামত করার বারবার চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তাদের ডিভোর্স হয়। এই বিচ্ছেদ দরুতুল্লাহর জীবনে গভীর প্রভাব ফেলে।

তবে জীবনের এই কঠিন বাস্তবতা থেকে মুক্তির খোঁজে দরুতুল্লাহ দুধ দিয়ে গোসল করেন, যা তিনি ‘পবিত্রতা’ লাভের প্রতীক হিসেবে বর্ণনা করেন। দরুতুল্লাহ বলেন, "আমি সব কিছু ভুলে নতুন জীবন শুরু করতে চেয়েছি। দুধ দিয়ে গোসল করে আমি মানসিক ও আত্মিকভাবে পবিত্র হতে চেয়েছি।"

প্রবাস জীবনের কষ্ট ও ব্যক্তিগত জীবনের জটিলতা থেকে মুক্তির একধরনের প্রতীকী পদক্ষেপ হিসেবে এই দুধ দিয়ে গোসলের ঘটনা স্থানীয় এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। এলাকাবাসীর মতে, দরুতুল্লাহর এই পদক্ষেপ তার নতুন জীবনের সূচনার বার্তা বহন করছে।

দরুতুল্লাহর এই ঘটনা অনেককেই ভাবাচ্ছে, যারা প্রবাস জীবনে কঠোর পরিশ্রম করে দেশে ফিরে ব্যক্তিগত জীবনের সমস্যার সম্মুখীন হন। তার নতুন জীবন শুরুর এই প্রতীকী পদক্ষেপ কি তাকে সত্যিই নতুন জীবনে নিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়।