চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন। ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তিনি চার বছরের জন্য এই পদে নিযুক্ত হন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, যিনি দীর্ঘ গবেষণায় ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ে কাজ করে পরিচিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা নিয়ে এসেছেন। সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সংগঠনের উপর অ্যাডভান্সড মাস্টার্স এবং সিটি ইউনিভার্সিটি অফ হংকং থেকে মানবাধিকার বিষয়ক পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
প্রফেসর কামাল উদ্দিন বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, গুম-খুন, দুর্নীতি এবং বিচারহীনতার সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেছেন। তাঁর বেশ কিছু গবেষণা স্কোপাস ইনডেক্সড জার্নালে প্রকাশিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো **"Human Rights abuses in Bangladeshi policing"** এবং **"Abduction and Disappearances in Bangladeshi Policing"**।
তিনি তার গবেষণার জন্য ২০২২ ও ২০২৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শীর্ষ গবেষকের পুরস্কার অর্জন করেন এবং ২০১৭ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির ক্রাইম অ্যান্ড জাস্টিস সেন্টার থেকে ইয়াং রিসার্চার এওয়ার্ড পান।
ব্যক্তিজীবনে, প্রফেসর কামাল উদ্দিন একজন তিন কন্যা সন্তানের জনক এবং তাঁর সহধর্মিনী বাংলাদেশ সরকারের একজন ডেপুটি সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন।