• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Jan 23, 2025
09:36:08

জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশ

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কমিশনার ভলকার তুর্ক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভলকার তুর্ক জানান, জুলাই-অগাস্টে সংঘটিত সহিংসতার ওপর জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে। তিনি বলেন, “জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হবে।”

ড. ইউনূস রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের সহায়তা চান। এ বিষয়ে ভলকার তুর্ক জানান, তিনি মিয়ানমারের জাতিসংঘ রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এবং তার পরবর্তী মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করছে। জুলাই থেকে অগাস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে কাজ করে।

জাতিসংঘের মানবাধিকার কমিশন এ সময়ে সংঘটিত অপরাধের তদন্ত, দায়দায়িত্ব নির্ধারণ এবং সুপারিশ প্রণয়ন করবে, যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়ানো সম্ভব হয়।