চার দফা দাবিতে বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে তারা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন।
শিক্ষার্থীদের স্লোগানে উঠে আসে— "শেষ হয়নি যুদ্ধ; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ"; "আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম"; "আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই" ইত্যাদি।
শিক্ষার্থীদের দাবি, তিন মাস ধরে ক্যাম্পাসে তালা লাগিয়ে আন্দোলন করেও চার দফা যৌক্তিক দাবি পূরণ হয়নি। এরই প্রতিবাদে তারা শাহবাগে বিক্ষোভ-সমাবেশ করতে বাধ্য হয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হবে।
শাহবাগ মোড়ে বিক্ষোভের কারণে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। গুরুত্বপূর্ণ এ মোড়ে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি আদায়ের এই বিক্ষোভ কতটা কার্যকর হবে, তা এখন দেখার বিষয়।