• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Jan 22, 2025
07:08:47

ইতালির রোম থেকে আসা ফ্লাইটে বোমা হামলার হুমকি: যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া

ইতালির রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-৩৫৬) বোমা হামলার হুমকি পাওয়া গেছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করার পর সকল যাত্রী ও ক্রুকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

কুইক রেসপন্স ফোর্সের তল্লাশি কার্যক্রম

বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ফ্লাইটটির ভেতরে তল্লাশি শুরু করেছে। পুরো প্রক্রিয়ায় বিমানবন্দর এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এভসেক পরিচালক উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ফ্লাইটে বোমা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য তল্লাশি কার্যক্রম চলছে।

বোমা হুমকির বার্তা

বুধবার ভোরে বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি বার্তা আসে, যেখানে রোম থেকে আসা ফ্লাইটে বোমা থাকার কথা বলা হয়। বিষয়টি জানার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা জরুরি পদক্ষেপ নেন।

সার্বিক নিরাপত্তা জোরদার

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া এবং বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের নেতৃত্বে পুরো এলাকা নিরাপত্তা ব্যবস্থায় ঢেকে ফেলা হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।