• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Dec 21, 2024
18:32:53

রাবি থেকে ৬ জনকে স্থায়ীসহ ৩৩ শিক্ষার্থীকে নানা মেয়াদে বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনের সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। র‌্যাগিং, হামলা, ষড়যন্ত্র, ভয়ভীতি দেখানো, হলের সিট বাণিজ্য, শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে এসব শাস্তি প্রদান করা হয়।

১১ ডিসেম্বর উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে শৃঙ্খলা উপ-কমিটির সুপারিশের ভিত্তিতে ডিসিপ্লিনারি বোর্ডের সভায় শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়। পরে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৫তম সভায় এই শাস্তি অনুমোদন করা হয়।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার ছাড়াও ৫ জনকে দুই বছরের জন্য, ৪ জনকে এক বছরের জন্য, ২ জনকে এক সেমিস্টারের জন্য এবং ১ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ৫ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১৪ জনের আবাসিকতা বাতিল করা হয়েছে। ৫ জন শিক্ষার্থী মুচলেকা দেওয়ার মাধ্যমে হলের পরিবেশে থাকার সুযোগ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কোনো অপরাধ প্রমাণিত হলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।