• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Jan 21, 2025
12:33:04

শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কার অভিনেত্রী নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। রোববার (১৯ জানুয়ারি) সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগ ছিল নিপুণের বিরুদ্ধে। গত বছরের ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় তিনি সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন, যেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। পরদিন বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

এরপর ৩০ জুলাই মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপন করা হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু নোটিশের কোনো জবাব না দিয়ে তিনি তার বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যান। সমিতির প্যাডের অপব্যবহার ও সম্পাদক সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার দায়ে তাকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় সমিতি।

উল্লেখ্য, নিপুণ আক্তার নিয়মিত বিভিন্ন ইস্যুতে সমালোচনার মুখে পড়েন। কখনও শিল্পী সমিতির নির্বাচন নিয়ে, কখনও বা ব্যক্তিগত মন্তব্যের কারণে বিতর্কিত হন তিনি। সম্প্রতি দেশ ছাড়ার সময়ও বাধার মুখে পড়েন এই অভিনেত্রী।