• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Jan 20, 2025
06:00:26

আবু সাঈদ হত্যার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দল রংপুরে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে রংপুরে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া এই শিক্ষার্থীর ঘটনা তদন্তের অংশ হিসেবে সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় তারা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট (যা আবু সাঈদ গেট নামে পরিচিত) পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ট্রাইব্যুনালের দলটি প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যমকর্মীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন। পাশাপাশি তারা সেই দিনের ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

গণমাধ্যমে কথা বলতে গিয়ে প্রসিকিউটর মইনুল ইসলাম জানান, “জুলাই বিপ্লবের পর থেকে বেশ কিছু অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে। এক সপ্তাহ আগে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে আমরা আজ এখানে এসেছি। যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, তাদের বক্তব্য নেওয়া হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশনা দেওয়া হবে।”

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। এ ঘটনা দেশের শিক্ষা ও মানবাধিকার মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।