• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Dec 18, 2024
11:28:37

বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। দীর্ঘ ৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা।

বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২৭ রানের জয় তুলে নেয়। এই জয়ে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ে সিরিজ নিজেদের করে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন দল।

দুর্দান্ত বোলিং পারফরম্যান্স
১৩০ রানের লক্ষ্য নিয়ে বোলিংয়ে নেমে শুরু থেকেই ক্যারিবিয়ানদের চাপে রাখেন বাংলাদেশি বোলাররা। তাসকিন আহমেদ নিজের প্রথম ওভারেই ব্র্যান্ডন কিংকে আউট করে দলকে সাফল্য এনে দেন। এরপর আন্দ্রে ফ্লেচারকেও ফেরান তাসকিন। মাত্র ১৯ রানে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা।

মাঝখানে মেহেদী হাসান নিকোলাস পুরান ও জনসন চার্লসকে আউট করেন। পরে হাসান মাহমুদ ও তানজিম সাকিব আরও দুটি উইকেট তুলে নিলে ৯ ওভারেই ৬ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ।

চেজ-হোসেইনের প্রতিরোধ
৬ উইকেট হারানোর পর রোস্টন চেজ ও আকিল হোসেইন কিছুটা প্রতিরোধ গড়েন। তারা সপ্তম উইকেটে ৪৭ রানের জুটি গড়েন। তবে রিশাদ হোসেন নিজের ওভারে চেজকে বোল্ড করে এই জুটি ভেঙে দেন। চেজ ৩৪ বলে ৩২ রান করেন। এরপর আকিলও বেশিদূর যেতে পারেননি। তাকে সাজঘরে ফেরান তাসকিন।

শেষপর্যন্ত পুরো দল ১৮ ওভারে ১০২ রানে গুটিয়ে যায়। এতে ২৭ রানের বড় জয় পায় বাংলাদেশ।

প্রথম ইনিংসের গল্প
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১২৯ রানের সংগ্রহ গড়ে। টাইগারদের ব্যাটিং লাইনআপে লিটন দাস, শামীম হোসেন এবং আফিফ হোসেন কিছু রান যোগ করলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তবে এই মাঝারি লক্ষ্যই বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে যথেষ্ট প্রমাণিত হয়।

উল্লেখযোগ্য পারফরমাররা
তাসকিন আহমেদ ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। মেহেদী হাসান ও রিশাদ হোসেনও দারুণ পারফর্ম করেন।

বাংলাদেশের অর্জন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এক উল্লেখযোগ্য সাফল্য। টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর এই জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের ম্যাচগুলোতে অনুপ্রাণিত করবে।