• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Dec 14, 2024
06:47:26

সাকিবের বোলিং নিষিদ্ধ: ইসিবির শাস্তির মুখে প্রথমবার

বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথমবারের মতো বোলিং নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজিত প্রতিযোগিতায় তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায়, বোলিং পরীক্ষা পাস না করা পর্যন্ত কোনো ম্যাচে বল হাতে নিতে পারবেন না তিনি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ইসিবি এক বিবৃতিতে সাকিবের বোলিং নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে। চলতি মাসের শুরুর দিকে লাফবরো ইউনিভার্সিটিতে তার বোলিং অ্যাকশন পরীক্ষায় এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। প্রায় ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম এমন পরিস্থিতিতে পড়লেন সাকিব।

নিষেধাজ্ঞার পেছনের ঘটনা

সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছিলেন সাকিব, দুই ইনিংসে ৯ উইকেট নিলেও তার বোলিং অ্যাকশনে রিপোর্ট জমা দেন আম্পায়াররা।

১০ ডিসেম্বর বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে তা পাস করতে ব্যর্থ হন সাকিব। ইসিবির নিয়ম অনুযায়ী, বোলিংয়ের সময় কনুই ১৫ ডিগ্রির কম ভাঙার প্রমাণ দিতে হবে তাকে। পরীক্ষায় সফল হলে পুনরায় বোলিং করতে পারবেন তিনি।

সাকিবের সাম্প্রতিক ফর্ম

কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পর ভারত সফরে বাংলাদেশের হয়ে দুটি টেস্ট খেলেছেন সাকিব। এরপর শ্রীলঙ্কায় লঙ্কা টি-টেন টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সাকিবের প্রত্যাশা

বিশ্ব ক্রিকেটে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন সাকিব। এই পরিস্থিতিতেও তিনি নিজেকে সামলে ফেরার প্রত্যাশা করছেন। তার ভক্তরা আশা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং সাকিব আবারও বল হাতে মাঠে নামবেন।