• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Mar 14, 2025
08:02:03

ঢাবিতে ড. আরেফিন সিদ্দিকের জানাজার জন্য পরিবার থেকে আগ্রহ পায়নি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিকের জানাজা ক্যাম্পাসে আয়োজনের বিষয়ে পরিবার থেকে কোনও আগ্রহ প্রকাশ করা হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও আবেদনও করা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আমাদের কাছে জানাজার বিষয়ে কোনো আনুষ্ঠানিক আবেদন আসেনি। এমনকি মৌখিকভাবেও পরিবার থেকে কিছু বলা হয়নি। তারা আগ্রহ দেখাননি যে, এখানে (ঢাকা বিশ্ববিদ্যালয়) জানাজা হোক।’

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আরেফিন সিদ্দিক। তিনি মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন। রাত পৌনে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক জানিয়েছেন, শুক্রবার (১৪ মার্চ) জুমার পর ধানমণ্ডি ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে আজিমপুর কবরস্থানে পিতা-মাতার পাশে দাফন করা হবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে ঢাবিতে দ্বিতীয় জানাজার আয়োজন করা যেতে পারে।

উল্লেখ্য, অধ্যাপক আরেফিন সিদ্দিক ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০২০ সালের জুন মাসে অবসর গ্রহণ করেন।