• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Sep 13, 2024
06:16:56

ইসরায়েলি হামলায় গাজায় জাতিসংঘের ৬ কর্মী নিহত: বিশ্বব্যাপী তীব্র নিন্দা

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় জাতিসংঘের ছয় কর্মীসহ ১৮ জন নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত ফিলিস্তিনিদের মধ্যে ২৫ শতাংশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, যারা দীর্ঘমেয়াদী চিকিৎসাসেবার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে।

ইসরায়েলি বাহিনী খান ইউনিসের আল নুসেইরাত শরণার্থী শিবির এবং আশেপাশের এলাকায় বিধ্বংসী বোমা হামলা চালাচ্ছে। বেসামরিক মানুষের বসতিতে হামলা চালিয়ে বহু মানুষকে গুরুতর আহত করা হয়েছে। আহতদের জাবালিয়ার আল আওদা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জনই তাদের কর্মী।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং গাজায় চলমান সহিংসতাকে 'সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য' বলে আখ্যায়িত করেছেন। তিনি যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য বিশ্ব নেতৃবৃন্দকে পদক্ষেপ নিতে অনুরোধ জানান।

বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলি হামলার নিন্দা জানাচ্ছে এবং গাজার নিরীহ জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে।