• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Mar 13, 2025
10:40:59

মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার শিশু আছিয়ার মৃত্যু, ন্যায়বিচারের দাবিতে উত্তাল জনমত

মাগুরায় অমানবিক নির্যাতনের শিকার শিশু আছিয়া (১০) আজ দুপুর ১:০০টায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসকরা জানান, আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

গত ৮ মার্চ শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচ-এ ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরে Pneumothorax (RT), ARDS ও Diffuse Cerebral Edema ধরা পড়েছিল। এসব কারণে সে তীব্র ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিল। পাশবিক নির্যাতনের ফলে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর ক্ষত সৃষ্টি হয়, তার গো*পনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় শিশুটির স্বামী, শ্বশুর ও ভাসুর জড়িত বলে অভিযোগ উঠেছে। স্বামী-শ্বশুর মিলে গলা টিপে হত্যারও চেষ্টা করেছিল বলে জানা গেছে। পরিবারের সদস্যদের দাবি, নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ার ভয়ে তাকে হত্যা করতে চেয়েছিল অভিযুক্তরা।

শিশুটির মৃত্যুতে সারাদেশে নিন্দার ঝড় উঠেছে। কঠোর শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এমন নৃশংস অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা গেলে ভবিষ্যতে আরও নিষ্পাপ প্রাণ এ ধরনের বর্বরতার শিকার হবে।

বাংলাদেশ সেনাবাহিনী নিহত শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং ন্যায়বিচারের জন্য সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছে। তবে সাধারণ মানুষ চান, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন নারকীয় ঘটনা আর না ঘটে।