ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু হয়েছে। আজ (সোমবার) সকাল ৯টার দিকে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কর্মসূচি শুরু হয়।
লং মার্চে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীরা নয়াপল্টনে জমায়েত হতে থাকেন। পরিকল্পনা অনুযায়ী, লং মার্চটি কিশোরগঞ্জের ভৈরব বাজারে পথসভা করবে এবং এরপর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হবে।
লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয়, তাদের প্রতিহত করবে এ দেশের দেশপ্রেমিক জনতা।” এ সময় তিনি জয়বাংলা স্লোগানকে ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্লোগান বলে আখ্যায়িত করেন এবং “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগানে গোটা দেশের চেতনা প্রতিফলিত হয় বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয়ার পরদিন যৌথ সংবাদ সম্মেলনে লং মার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন অঙ্গসংগঠন।