• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Dec 11, 2024
04:18:31

আবু সাঈদের বাবার অবস্থা সংকটাপন্ন, ঢাকায় নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন (৭০)-এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করছেন পরিবারের সদস্যরা।

আবু সাঈদের বড় ভাই রমজান আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, “আমার বাবার অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়া হচ্ছে। সবার কাছে বাবার জন্য দোয়া প্রার্থনা করছি।”

এর আগে, গত ৬ ডিসেম্বর সকালে জ্বরের কারণে মকবুল হোসেনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তবে অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হন। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনেকেই তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।