• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Nov 11, 2024
08:11:13

শাহজালালে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রবাসী শ্রমিকদের ভ্রমণকে সহজ ও আরামদায়ক করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। সোমবার (১১ নভেম্বর) সকালে এই বিশেষ লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "আমাদের প্রবাসী শ্রমিকরা জাতি গঠনের কারিগর এবং সম্প্রতি গণঅভ্যুত্থানে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।"

প্রবাসী শ্রমিকদের সুবিধার্থে বিশেষ এই লাউঞ্জটি প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে, যেখানে তারা বিশ্রাম নিতে পারবেন এবং সুলভ মূল্যে খাবার পাবেন। সরকার এই খাবারের জন্য ভর্তুকি প্রদান করবে। উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং আইওএম মিশনের উপপ্রধান ফাতিমা নুসরাত গাজ্জালি উপস্থিত ছিলেন। ফাতিমা নুসরাত জানান, প্রবাসী শ্রমিকদের সহায়তায় লাউঞ্জ নির্মাণে আইওএম আর্থিক সহায়তা করেছে এবং তাদের জন্য প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।