• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Dec 10, 2024
18:19:28

জুলাই বিপ্লবের কন্যাদের গল্প শুনলেন ড. ইউনূস

জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া মেয়েদের কৃতিত্বকে সম্মান জানাতে ‘জুলাইয়ের কন্যারা... আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের গল্প শোনেন ড. ইউনূস। তিনি তাদের প্রেরণা জোগান, আশাবাদী করেন এবং তাদের দাবিসমূহ মনোযোগ দিয়ে শোনেন। এ সময় কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা ছাড়াও কর্মজীবী নারীরাও উপস্থিত ছিলেন।

ড. ইউনূস বলেন, “জুলাই বিপ্লবের কন্যারা শুধু একটি আন্দোলনের প্রতিনিধি নন, তারা সমতার সমাজ গড়ার পথে অগ্রদূত। তাদের কীর্তি আমাদের ভবিষ্যতের পথে প্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন। তারা তাদের আশা-আকাঙ্ক্ষা ও বৈষম্যবিরোধী দাবির কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এ আয়োজন মেয়েদের সাহসিকতাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার বার্তা বহন করে।