দীর্ঘ ১৭ বছর পর ফিফপ্রোর বিশ্বসেরা একাদশ থেকে বাদ পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। একই ভাগ্য বরণ করেছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোও। এই প্রথমবার তাদের অনুপস্থিতিতে ফুটবলারদের ভোটে নির্বাচিত হলো ফিফার বর্ষসেরা একাদশ।
২০০৬ সাল থেকে শুরু হওয়া মেসি-রোনালদো যুগে, এই দুই মহাতারকা বরাবরই সেরা একাদশে জায়গা করে নিয়েছিলেন। তবে এবার ২০২৪ সালের ৯ ডিসেম্বর ঘোষিত একাদশে জায়গা পাননি তারা।
চূড়ান্ত একাদশ মূলত চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের নিয়েই গঠিত। রিয়ালের ছয়জন এবং সিটির চারজন জায়গা পেয়েছেন এই দলে। অন্যদিকে, লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক একমাত্র ব্যতিক্রম।
মেসি-রোনালদোর দীর্ঘমেয়াদী আধিপত্যের অবসান হলেও নতুন প্রজন্মের খেলোয়াড়রা একাদশে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে রিয়ালের জুড বেলিংহ্যাম সর্বোচ্চ ভোট পেয়ে হয়েছেন এই একাদশের সবচেয়ে উজ্জ্বল মুখ।