• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Sep 10, 2024
08:58:57

মাশরাফী ফিরছেন মাঠে, খেলবেন যুক্তরাষ্ট্রের টি-১০ লিগে

লম্বা সময় ধরে ক্রিকেট থেকে দূরে থাকা মাশরাফী বিন মোর্ত্তজা আবারও মাঠে ফিরছেন। তবে এবার তিনি খেলবেন যুক্তরাষ্ট্রে, আসন্ন টি-১০ মাস্টার্স লিগে। সোমবার (৯ সেপ্টেম্বর) মাশরাফীকে দলে নেয় যুক্তরাষ্ট্রের দল ডেট্রইট ফ্যালকনস। বিপিএল দল সিলেট স্টাইকার্সের মালিকানাধীন এই দল আগামী মাসে মাঠে নামবে।

মাশরাফীর পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তিনি খেলবেন আটলান্টা রাইডার্সের হয়ে, যা বসুন্ধরা গ্রুপের মালিকানায় পরিচালিত। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার সূত্র ধরেই সোহানের এই যুক্তরাষ্ট্রের লিগে অংশগ্রহণ।

মাশরাফীর দলে আরও আছেন বাংলাদেশের দুই সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক ও সৈয়দ রাসেল। ফলে ভক্তদের জন্য এ এক রোমাঞ্চকর মুহূর্ত হবে, কারণ দীর্ঘদিন পর মাঠে দেখা যাবে দেশের ক্রিকেটের বড় তারকাদের।

উল্লেখ্য, মাশরাফী বিন মোর্ত্তজা আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সম্প্রতি রাজনৈতিক অঙ্গন থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নেওয়ার পর মাঠে ফেরার বিষয়টি তার ভক্তদের জন্য বড় এক সুখবর হয়ে এসেছে।

এখন ভক্তদের অপেক্ষা, যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টে মাশরাফীর পারফরম্যান্স কেমন হয় তা দেখার জন্য।