• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Dec 8, 2024
06:06:28

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন রাজনৈতিক সিরিজ ‘৮৪০’ এর ট্রেলার মুক্তি পেয়েছে

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক ঘরানার নতুন সিরিজ ‘৮৪০’ খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। শুক্রবার (৭ ডিসেম্বর) সিরিজটির ট্রেলার প্রকাশিত হয়, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

সিরিজটির মূল চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। ট্রেলারের একটি দৃশ্যে তাকে বলতে শোনা যায়, “ওই ফকিন্নির পুত গো কাছে আমি কি ভোট চামু?” এর উত্তরে আশুতোষ সুজনের সংলাপ, “ভোট চাওয়া তো ফকিরের কাজ, আপনার কাজ না….” ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

ফারুকী সিরিজটি সম্পর্কে তার এক ফেসবুক পোস্টে বলেন, “আগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু। শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে।“

ট্রেলারে দেখা গেছে অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, আশুতোষ সুজন, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকে।

ফারুকীর মতে, সিরিজটি দর্শকদের জন্য একটি চিন্তার খোরাক হয়ে উঠবে। তিনি আশা প্রকাশ করেন যে এটি মুক্তি পেলে দর্শকরা সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিল খুঁজে পাবেন।