ভারতের উত্তরপ্রদেশ রাজ্য মহিলা কমিশন নারীদের “হেনস্থ” রোধে একটি প্রস্তাব উত্থাপন করেছে, যাতে পুরুষ দর্জিরা নারীদের পোশাকের মাপ নিতে পারবেন না এবং সেলুনে পুরুষ কর্মীরা নারীদের চুল কাটতে পারবেন না। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাবটি উত্থাপন করা হয়। শুক্রবার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
মহিলা কমিশনের সদস্য হিমানী আগরওয়াল বলেন, “মহিলা কমিশনের বৈঠকে প্রস্তাব পেশ করা হয়েছিল যে শুধুমাত্র নারী দর্জিরাই নারীদের পোশাকের মাপ নেবেন এবং এসব স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা উচিত। এছাড়া, সেলুনে নারী খদ্দেরদের সেবায় শুধুমাত্র নারী কর্মীরাই কাজ করবেন।”
মহিলা কমিশন মনে করে, পুরুষদের এই পেশাগুলিতে অংশগ্রহণ নারীদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তবে এই সিদ্ধান্ত এখনও প্রস্তাব আকারে রয়েছে এবং ভবিষ্যতে আইন প্রণয়নের জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানানো হবে।