মুরাদ মাহমুদ চৌধুরী
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো কক্সবাজার শহরের পাহাড়তলীর ঐতিহ্যবাহী 'দিকদর্শন' সামাজিক সংগঠনের নির্বাচন।
শুক্রবার বিকাল ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৭২ জন ভোটারদের মধ্যে ভোট দেন ৫৫ জন। সন্ধ্যা ৬ টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জানে আলম সাকী।
বহুল কাঙ্খিত এই নির্বাচনে কলম প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন খায়রুল আমিন তুহিন।ক্রিকেট স্টাম্প প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল। এছাড়া অর্থ সম্পাদক পদে রানা সৈকত, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম রায়হান ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজবাহ উদ্দীন।
নির্বাচিতরা ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের উন্নয়নে এবং সুন্দর সুশৃঙ্খল সমাজ বিনির্মানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভেদাভেদ ভুলে সংগঠনকে অতীতের ন্যায় আপন গতিতে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করার কথা জানান বিজীতরাও।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু বলেন, “এই সংগঠন দেশ ও সমাজর জন্য অতীতের ন্যায় ভবিষ্যতেও কাজ করে যাবে।"
সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পেরে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধান নির্বাচন কমিশনার।
এই সংঘটনের অতীত চিত্র কর্মকান্ড ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে আরো বেশি সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা সচেতনমহলের।
উল্লেখ্য ২০১০ সালে সাবেক কাউন্সিলর ওসমান সরওয়ার টিপুর হাতে গড়া এই সংগঠন বন্যা দূর্গত এলাকায় ত্রাণ তৎপরতা, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণসহ সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখযোদ্ধার ভূমিকা রেখেছে দিকদর্শনের এক ঝাঁক স্বপ্নবাজ তরূণ।