ভারত ও বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে হিমশীতল অবস্থার মধ্যে একটি
জনমত জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৫৩.৬ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন, আর ৪১.৩ শতাংশ
ভারতকে অপছন্দ করেন। ভয়েস অব আমেরিকার উদ্যোগে পরিচালিত এই জরিপটি প্রকাশিত হয় শনিবার
(৭ ডিসেম্বর)।
জরিপে অংশগ্রহণকারী ১,০০০ জন উত্তরদাতাকে বিভিন্ন দেশ সম্পর্কে তাদের মতামত
জানাতে বলা হয়। ১ থেকে ৫ স্কেলে ভোটের ভিত্তিতে জরিপটি পরিচালিত হয়।
জরিপের ফলাফল
ভারতের পাশাপাশি পাকিস্তানও বাংলাদেশের জনগণের কাছে ইতিবাচক ভাবমূর্তি ধরে
রেখেছে। উত্তরদাতাদের ৫৯ শতাংশ পাকিস্তানকে পছন্দ করেন, যেখানে ২৮.৫ শতাংশ অপছন্দ করেন।
তবে ভারতের অপছন্দের স্কোর বেশি—৪১.৩ শতাংশ।
অন্যদিকে, মিয়ানমারকে বাংলাদেশিরা সবচেয়ে বেশি অপছন্দ করেন। ৫৯.১ শতাংশ
উত্তরদাতা মিয়ানমারকে অপছন্দ করেন, যা রোহিঙ্গা সংকটের প্রভাব বলে মনে করা হচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশ
যুক্তরাষ্ট্র ‘পছন্দ’ স্কেলে সবচেয়ে বেশি (৬৮.৪ শতাংশ) ভোট পেয়েছে। এর পরে
চীন (৬৬ শতাংশ), রাশিয়া (৬৪ শতাংশ) এবং যুক্তরাজ্য (৬২.৭ শতাংশ) অবস্থান করছে।
জরিপের পদ্ধতি
১৩ থেকে ২৭ অক্টোবরের মধ্যে দেশব্যাপী পরিচালিত এই জরিপটি ভয়েস অব আমেরিকা
বাংলার এডিটোরিয়াল নির্দেশনায় ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেডের মাধ্যমে পরিচালিত হয়।