• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Nov 7, 2024
12:28:22

কক্সবাজারে লাল-হলুদ পতাকা উত্তোলন: পর্যটকদের স্বস্তি

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রায় ৪ মাস পর লাল-হলুদ পতাকা উত্তোলন করা হয়েছে। শীত মৌসুমে সাগর শান্ত হতে শুরু করায় বৃহস্পতিবার (০৭ নভেম্বর) কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে সি সেইফ লাইফগার্ডের পক্ষ থেকে লাল পতাকার পরিবর্তে লাল-হলুদ পতাকা টাঙানো হয়েছে। এর ফলে সৈকতে নিরাপদভাবে গোসলের সুযোগ পেয়ে পর্যটকরা স্বস্তি প্রকাশ করেছেন।

সি সেইফ লাইফগার্ডের সুপারভাইজার সিফাত উল্লাহ সিফাত জানান, বর্ষার সময় সমুদ্র উত্তাল থাকায় লাল পতাকা টাঙানো হয়েছিল। এখন শীতের কারণে সাগর কিছুটা শান্ত হওয়ায় আবার লাল-হলুদ পতাকা ব্যবহার করা হচ্ছে। তবে সমুদ্রে কোনো বিপদ সংকেত দেখা দিলে আবার লাল পতাকা উত্তোলন করা হবে।

সৈকতে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে রংপুর থেকে আসা সুমন মিয়া জানান, লাল-হলুদ পতাকা দেখে এখন তাদের নিরাপদ মনে হচ্ছে। লাবণী পয়েন্টে গোসল করতে আসা শ্রমণী শর্মাও বলেন, এতদিন পরে সৈকতে নিরাপদে গোসল করার সুযোগ পেয়ে ভালো লাগছে।

লাইফগার্ড সেবা সম্বলিত তিনটি পয়েন্ট কলাতলী, সুগন্ধা ও লাবণীতে নির্ধারিত জায়গাতেই গোসলে নামতে হবে। এসব স্থানে ওয়াচটাওয়ার থেকে লাইফগার্ডরা পর্যবেক্ষণ করছেন এবং যেকোনো বিপদে দ্রুত সহায়তা দেবেন।