বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, সরকারের দিক থেকে আইনটি বাতিলের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হওয়া উচিত। নাগরিকদের সুরক্ষার দিকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে নতুন আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হবে।”
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইন চালু করা হয়েছিল, যা নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা ছিল।