রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তার রিমান্ড মঞ্জুর করেন। তদন্তের স্বার্থে পুলিশ তার ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়।
আমির হোসেন আমুকে গতকাল (৬ নভেম্বর) ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জানা গেছে, তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।
গত ১৯ জুলাই নিউমার্কেটের ১ নং গেটের সামনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঝালকাঠিতে আমুর বাসভবনে আগুন লাগানোর পর ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে গত ১৮ আগস্ট তার ব্যাংক হিসাব জব্দ এবং সন্তানদের ব্যবসার লেনদেন স্থগিত করা হয়।
সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বর্তমানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।