• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Oct 7, 2024
18:02:04

দুর্নীতি কমলেও চাঁদাবাজি রয়ে গেছে: পরিকল্পনা উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকার গঠনের পর থেকে দেশের পরিস্থিতিতে পরিবর্তন এসেছে, তবে চাঁদাবাজি এখনো কমেনি। সোমবার (৭ অক্টোবর) একনেক সভার পর তিনি এই মন্তব্য করেন।

ড. মাহমুদ বলেন, চলমান প্রকল্পগুলো সংশোধনের কাজ চলছে, ফলে কিছুটা সময় লাগছে। বেসরকারি বিনিয়োগ কম হওয়ায় অর্থপ্রবাহে স্থবিরতা দেখা দিচ্ছে। তবে নাগরিক সুবিধা বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। নতুন উদ্যোগের মধ্যে পার্ক, লাইব্রেরি ও জলাধার নির্মাণের পরিকল্পনা রয়েছে। 

তিনি আরও বলেন, প্রকল্পগুলোর আওতায় কেনা গাড়িগুলোর ব্যবহারের বিষয়েও যাচাই করা হবে, কারণ প্রকল্প শেষ হওয়ার পর এই গাড়িগুলোর হদিস মেলে না। এছাড়া ঢাকা-রংপুর মহাসড়কের উন্নয়ন এবং বিদেশি অর্থায়নের বিভিন্ন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।