ব্রাজিলের ফুটসাল দল রোববার (৬ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো ফিফা ফুটসাল বিশ্বকাপ জিতেছে। এই বিজয়ের মাধ্যমে তারা পূর্ণ করল তাদের বহু প্রতীক্ষিত ‘হেক্সা মিশন’।
তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলের হয়ে গোল করেন ফেরাও ও রাফা সান্তোস। আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেন মাটিয়াস রোসা। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ব্রাজিল, পঞ্চম মিনিটে ফেরাওয়ের গোলে এগিয়ে যায়। ১২তম মিনিটে সান্তোসের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় তারা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা মরিয়া হয়ে চেষ্টা করলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিশ্চিত করে সেলেসাওরা।
বিশ্বকাপজুড়ে অপরাজিত থাকা ব্রাজিলের এই জয় শুধু তাদের জন্য নয়, পুরো ফুটসাল জগতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।