বিনোদন অঙ্গনে কয়েক দিন ধরে আলোচনায় ছিলেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান ও তার নববধূ রোজা আহমেদ। ভক্তদের শুভেচ্ছার মধ্যেই আজ মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের বিমানে করে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই নবদম্পতি। তারা মালদ্বীপের সূর্যময় দ্বীপে কাটাবেন মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো। গত শনিবার (৪ জানুয়ারি) ঢাকার একটি কমিউনিটি সেন্টারে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাহসান-রোজার বিয়ে। বিয়ের পর ভক্তদের জন্য আরো একটি চমক নিয়ে এসেছেন তাহসান। তার নতুন গান ‘একা ঘর আমার’ (Lonely Home) প্রকাশিত হয়েছে সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয়। নতুন গানটি স্যাড-রোম্যান্টিক ঘরানার। গানের কথা ও সুর করেছেন তাহসান নিজেই। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তাহসান ও সিঁথি। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী এবং এটি প্রযোজনা করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া। প্রকাশনা অনুষ্ঠানে হলুদ পাঞ্জাবিতে দেখা যায় তাহসানকে। ডান হাতের তালুতে মেহেদিতে আঁকা ছিল ‘আর’ অক্ষর—যা তার স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর।
বিনোদন অঙ্গনে কয়েক দিন ধরে আলোচনায় ছিলেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান ও তার নববধূ রোজা আহমেদ। ভক্তদের শুভেচ্ছার মধ্যেই আজ মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের বিমানে করে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই নবদম্পতি। তারা মালদ্বীপের সূর্যময় দ্বীপে কাটাবেন মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।
গত শনিবার (৪ জানুয়ারি) ঢাকার একটি কমিউনিটি সেন্টারে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাহসান-রোজার বিয়ে। বিয়ের পর ভক্তদের জন্য আরো একটি চমক নিয়ে এসেছেন তাহসান। তার নতুন গান ‘একা ঘর আমার’ (Lonely Home) প্রকাশিত হয়েছে সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয়।
নতুন গানটি স্যাড-রোম্যান্টিক ঘরানার। গানের কথা ও সুর করেছেন তাহসান নিজেই। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তাহসান ও সিঁথি। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী এবং এটি প্রযোজনা করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া।
প্রকাশনা অনুষ্ঠানে হলুদ পাঞ্জাবিতে দেখা যায় তাহসানকে। ডান হাতের তালুতে মেহেদিতে আঁকা ছিল ‘আর’ অক্ষর—যা তার স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর।