পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয়
আনোয়ার হোসেন জেলার তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের বাসিন্দা। তিনি রফিকুল ইসলামের ছেলে।
ঘটনার বিবরণ
৫৬ বিজিবি ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি গরু আনতে ভারতে প্রবেশ করেন। ভোরে ফেরার পথে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফের দাবি, বাংলাদেশিরা তাদের দেশি অস্ত্রে আক্রমণ করলে আত্মরক্ষার্থে তারা গুলি চালায়। ঘটনাস্থলেই আনোয়ার নিহত হন এবং তার মরদেহ বিএসএফ নিয়ে যায়।
এছাড়া, বিজিবি জানিয়েছে, গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করতে ঘাগড়া ক্যাম্পের সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
বিজিবির প্রতিক্রিয়া
৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে।
স্থানীয় পরিদর্শন
ঘটনার পরে বিজিবি, স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে, সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি গরু জব্দ করেছে বিজিবি।