• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Feb 6, 2025
06:11:01

গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি

গত ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি বিক্ষুব্ধ জনতার দ্বারা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা বাড়িটির ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে রাত ১০টা ৫০ মিনিটে বুলডোজার এনে বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
বিক্ষোভকারীরা শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ প্রচারের প্রতিবাদে এই কার্যক্রম পরিচালনা করে। তারা ঘোষণা দেয়, "স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে। আমরা এ দেশে বঙ্গবন্ধু, শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না।"

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও বিক্ষুব্ধ জনতার প্রতিরোধের মুখে তারা কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে বাধার সম্মুখীন হন।
বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল। এটি পরবর্তীতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত হয়েছিল।