বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র আর আমাদের মাঝে নেই। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই দুঃসংবাদ জানান।
গত ১৩ দিন ধরে প্রবীর মিত্র শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। গত ২২ ডিসেম্বর শরীরে অক্সিজেন-স্বল্পতাসহ অন্যান্য সমস্যা দেখা দিলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটায় তাকে আইসিইউতে নেওয়া হয়।
চলচ্চিত্র জগতে তার অনন্য অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বাংলা চলচ্চিত্রে তার অভিনীত অনেক চরিত্রই দর্শকের মনে অমর হয়ে আছে।
প্রবীর মিত্রের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, ভক্ত এবং শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।