• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Jan 6, 2025
05:00:34

তাহসান ভক্তদের জন্য আরও এক সুখবর: নতুন গান প্রকাশের প্রস্তুতি

দেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা যেন থামছেই না। যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার বিয়ের খবর ইতোমধ্যেই দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এই খবরের রেশ কাটতে না কাটতেই তাহসান ভক্তদের জন্য আসলো আরও এক চমকপ্রদ সংবাদ।

তাহসান খান এবার তার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক নতুন গান। জানা গেছে, গানটি প্রকাশনার অনুষ্ঠানে তিনি তার এই গানের পেছনের গল্প শোনাবেন। দীর্ঘদিন ধরে তাহসান তার সঙ্গীত জীবনের নানা অধ্যায় নিয়ে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ খুঁজছিলেন। এবার সেই সুযোগ তৈরি হতে যাচ্ছে।

তাহসানের এই নতুন গান এবং এর প্রকাশনা অনুষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভক্তরা উন্মুখ হয়ে আছেন। আশা করা যাচ্ছে, এই গান তার সঙ্গীত ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

তাহসান ভক্তদের জন্য এটি সত্যিই এক অসাধারণ মুহূর্ত। তার নতুন গান, বিয়ের খবর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান আলোচনায় তিনি যেন আরও জনপ্রিয় হয়ে উঠেছেন।