• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Oct 5, 2024
08:36:28

ডিবি অফিসে থাকবে না আয়নাঘর-ভাতের হোটেল: অতিরিক্ত কমিশনার রেজাউল করিম

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেলের ব্যবস্থা রাখবে না বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। আজ শনিবার (৫ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি অফিসে নায়ক-নায়িকা বা সেলিব্রিটিদের আড্ডাখানা কিংবা ডিবি পরিচয়ে কাউকে তুলে আনার মতো অপকর্ম আর হবে না। ডিবির কোনো সদস্য দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, কোনো ব্যক্তি গ্রেফতার হলে দ্রুত তার স্বজনদের অবহিত করা হবে। ডিবি অফিসে দুর্নীতির চর্চা এবং অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে তারা বদ্ধপরিকর।