• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Jan 5, 2025
07:14:27

বাবা-মায়ের বিচ্ছেদের সিদ্ধান্ত সঠিক ছিল : জুনেইদ খান

বলিউড সুপারস্টার আমির খানের পুত্র জুনেইদ খান সম্প্রতি বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। তার মতে, বাবা-মায়ের বিচ্ছেদের সিদ্ধান্ত সঠিক ছিল। ২০০২ সালে আমির খান ও রিনা দত্তের ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তখন জুনেইদের বয়স মাত্র আট বছর।

এক সাক্ষাৎকারে জুনেইদ বলেন, "ভালো হয়েছিল, বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছিলেন। কিন্তু আমাদের কখনও বুঝতে দেননি, তারা আলাদা থাকছেন। আমি এবং ইরার বিষয়ে তারা সবসময় একসঙ্গে পাশে থেকেছেন।"

জুনেইদ আরও জানান, বাবা-মায়ের মধ্যে কখনও বড় কোনো ঝগড়া দেখেননি। "১৯ বছর বয়স পর্যন্ত তাদের ঝগড়া করতে দেখিনি। তারা যা করেছেন, সেটি পরিণত ও সঠিক সিদ্ধান্ত ছিল। শৈশবে তাদের সুখী দেখাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

বিচ্ছেদ হলেও আমির ও রিনার মধ্যে যোগাযোগ সবসময় ছিল। পরিবারে একতা বজায় রাখতে তারা প্রায়ই একত্রিত হন। জুনেইদ বলেন, "আমরা প্রায়ই একসঙ্গে সময় কাটাই। প্রতি মঙ্গলবার সন্ধ্যায় সবাই মিলে চা পান করি।"

২০২৪ সালে বলিউডে অভিষেক হয়েছে জুনেইদের। তার প্রথম ছবি মহারাজ দর্শক মহলে প্রশংসিত হয়েছে।