• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Nov 4, 2024
18:35:37

সাইবার নিরাপত্তা আইন বাতিল হচ্ছে: নাহিদ ইসলাম

বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সোমবার জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। তিনি নরওয়ের রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে একটি বৈঠকে এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, “এক সপ্তাহের মধ্যে আইনটি বাতিল হবে এবং এর অধীনে যত মামলা হয়েছে, সব মামলা বাতিল করা হবে। শুধু এই আইন নয়, মতপ্রকাশে বাধা সৃষ্টি করে এমন সব আইন পর্যালোচনা করা হচ্ছে।” তিনি জানান, সংস্কারের প্রক্রিয়ায় অংশীজনদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট সরকার প্রায় ১৬ বছর ধরে দেশে অনেক অনিয়ম-দুর্নীতি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশকে পুনর্গঠন করার কাজ শুরু করেছে, যাতে দেশ ও দেশের মানুষ ক্ষতি কাটিয়ে উঠতে পারে।”

বৈঠকে নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন। সর্বশেষ দুর্গাপূজায় তাদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং ছুটি বাড়ানো হয়েছে।” তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকার সংখ্যালঘুদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে এবং তাদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের ঘটনা বিচার না করায় ব্যাপক সমালোচনা হয়েছে।