এক ব্যক্তি নিজের কিডনি বিক্রি করে স্ত্রী ও মেয়ের ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! কিডনি বিক্রির অর্থ নিয়েই স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়।
কিডনি বিক্রির ফাঁদ
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, হাওড়ার শঙ্করাইল এলাকার এক নারী তাঁর স্বামীকে কিডনি বিক্রি করতে রাজি করান। তিনি আশ্বাস দেন, মেয়ের পড়াশোনা ও বিয়ের জন্য টাকা প্রয়োজন। স্ত্রীর অনবরত অনুরোধে স্বামী শেষ পর্যন্ত কিডনি বিক্রিতে সম্মত হন।
দীর্ঘ এক বছরের প্রচেষ্টার পর তিন মাস আগে ১০ লাখ রুপি বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন ওই ব্যক্তি। তিনি আশা করেছিলেন, এই অর্থে দারিদ্র্য কাটবে এবং মেয়ের ভবিষ্যৎ গড়ে উঠবে। কিন্তু তাঁর স্ত্রী যে ভয়ংকর ষড়যন্ত্র করছিলেন, তা কল্পনাও করতে পারেননি।
প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনা
জানা গেছে, কিডনি বিক্রির সময়ই ফেসবুকে এক চিত্রশিল্পীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই নারী। কিডনি বিক্রির অর্থ হাতে পেয়েই তিনি প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।
প্রতারিত স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং তদন্তের মাধ্যমে স্ত্রীর অবস্থান শনাক্ত করেন। পরিবারের সদস্য ও ১০ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে তিনি ব্যারাকপুরে প্রেমিকের বাড়িতে যান। কিন্তু অনেক ডাকাডাকির পরও স্ত্রী দরজা খোলেননি। উল্টো স্বামীকে ডিভোর্সের হুমকি দিয়ে বলেন, ‘যা পারো, করো!’
সামাজিক প্রতিক্রিয়া
এ ঘটনা প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামীর প্রতি এমন প্রতারণার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারিত স্বামীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।