• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Oct 3, 2024
10:55:23

ডিসি নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ, সিনিয়র সচিব বললেন ‘ইটস অ্যা ফেইক নিউজ

ডিসি নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান আজ সচিবালয়ে সাংবাদিকদের সামনে বলেছেন, “ইটস অ্যা ফেইক নিউজ।” তিনি দাবি করেন, সংবাদমাধ্যমে যে স্ক্রিনশটগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো আইফোনের, অথচ তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন। 

তিনি আরও বলেন, “আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ এবং সরকার আমাকে যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না।” অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন করা হলে মোখলেস উর রহমান বলেন, “এটা একটি ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ। আমি এর কোনো গুরুত্ব দিচ্ছি না।” 

তিনি আরও জানান, এই সংবাদটি সরানোর জন্য ওয়েবসাইট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে এবং প্রেস কাউন্সিলে বিষয়টি উত্থাপন করা হবে।

সচিব আরও জানান, এরই মধ্যে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে বিষয়টি উত্থাপন করা হবে।