• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Sep 3, 2024
18:22:13

ইতিহাস গড়ল বাংলাদেশ, টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ

বাংলাদেশ ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করল মুশফিক-মিরাজরা। এই প্রথমবারের মতো টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগাররা রূপকথার গল্প লিখল। আগে যা কখনো ঘটেনি, এবার সেটাই করে দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেট দল।

সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হয় রাওয়ালপিন্ডিতে, যেখানে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ১৪২ রানের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। 

শেষ দিনে ১৪২ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি। ওপেনার জাকির হাসান আগের দিনের ৩১ রানের সাথে আজ মাত্র ৯ রান যোগ করতে সক্ষম হন। তার বিদায়ের পরই ভাঙে উদ্বোধনী জুটি। 

সাদমান ইসলাম ভালো শুরু করলেও ইনিংসটা বড় করতে পারেননি। ২৪ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত যান। বাংলাদেশ তখন ৭০ রানে ২ উইকেট হারায়। কিন্তু এরপর দলকে টেনে তুলতে এগিয়ে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুমিনুল হককে সাথে নিয়ে তৃতীয় উইকেটে তারা গড়েন ৫৭ রানের মূল্যবান পার্টনারশিপ।

মুমিনুল এবং মুশফিকের ধৈর্যশীল ব্যাটিংয়ে বাংলাদেশ জয় থেকে মাত্র ৩২ রান দূরে চলে আসে। সেই অবশিষ্ট রান পূরণ করে দেন সাকিব ও মুশফিক। মুশফিক ৫১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন, এবং সাকিব ৪৩ বলে করেন অপরাজিত ২১ রান।

এর আগে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬২ রান করে। যেখানে লিটন দাসের ১৩৮ রানের অসাধারণ ইনিংস দলকে বড় সংগ্রহ গড়তে সাহায্য করে। পাকিস্তানের প্রথম ইনিংস থামে ২৭৪ রানে। বাংলাদেশ থেকে মেহেদী মিরাজ ৫ উইকেট এবং তাসকিন আহমেদ ৩ উইকেট শিকার করেন।

পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যায়, যেখানে হাসান মাহমুদ ও নাহিদ রানার দুর্দান্ত বোলিং তাদের বড় স্কোর গড়তে দেয়নি। ফলে বাংলাদেশের জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৮৫ রান। 

শেষ দিনে বাংলাদেশ বিনা উইকেটে ৪৩ রান তুলে খেলা শুরু করে। এরপর আলোস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। তবে পঞ্চম দিনের শুরু থেকেই মুমিনুল-মুশফিকরা দলের জয়ে অবদান রেখে ইতিহাস গড়েন।

এই জয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি নতুন মাইলফলক যুক্ত হলো। পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হোয়াইটওয়াশ করা শুধু ক্রিকেট দলের জন্য নয়, পুরো জাতির জন্যই গর্বের বিষয়। বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই এই অবিস্মরণীয় জয়ের জন্য।