তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, “সময় বেঁধে দিয়ে বা আল্টিমেটাম দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না।”
রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমরা দাবি দাওয়ার জন্য আসিনি। আমরা এসেছি সুশাসন ও শিক্ষা সংস্কারের জন্য। দাবির মুখে সরকার কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। সাত কলেজ নিয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় করার কাজ চলছে, যেখানে তিতুমীর কলেজও থাকবে। তবে যদি কাউকে বিশেষ বিবেচনায় নেওয়া হয়, সেটি হবে রাজশাহী কলেজ, কারণ এটি অনেক পুরোনো এবং ঐতিহ্যবাহী।”
তিনি আরও বলেন, “ছাত্ররা আন্দোলন করুক, ভালো কথা। তবে তাদের পরীক্ষা দিতেও হবে। কর্মসূচি যদি দিতেই হয়, তবে তা শিক্ষা কার্যক্রম ব্যাহত বা জনদুর্ভোগ সৃষ্টি করে হওয়া উচিত নয়।”
শিক্ষা উপদেষ্টা জানান, সাত কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের আদলে রূপান্তরের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে এবং তারা এ বিষয়ে কাজ করছেন। তিনি বলেন, “দেশের মোট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্ধেকই গঠিত হয়েছে গত সাত বছরে, যা বিশ্বে এক অনন্য রেকর্ড। তবে দাবির মুখে সরকার এমন কোনো অযৌক্তিক সিদ্ধান্ত নেবে না, যার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।”
এদিকে, তিতুমীর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পাশাপাশি কলেজে সাংবাদিকতা ও আইন বিভাগ চালুর দাবি জানিয়েছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন এ দুই বিভাগে অনার্স কোর্স চালুরও দাবি তুলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।