পরিবারের সময় এবং খরচ কমাতে শিশুদের জন্য নিত্য প্রয়োজনীয় পন্যের নতুন ই-কমার্স প্রতিষ্ঠান চালু হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বর মাসে কিড'সমল’ নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি। ক্রেতাদের ঝামেলাহীন কেনাকাটার স্বাদ দেবে বলেই ভাষ্য তাদের।
কিড'সমল ডট কম প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে, ভোক্তাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে তারা। ক্রেতাদের সহজ ও ঝামেলাহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য পৌঁছানো নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি।
এতে দেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যুক্ত হবে। যেখানে থাকবে না গ্রাহকের কোনো ভোগান্তি। শিশুদের নিত্য প্রয়োজনীয় সকল পন্য পৌছে দিবের দেশের আনাচে কানাচে।
স্বনামধন্য এই ই-কমার্স ওয়েবসাইটে পাবেন নানান ধরনের শিশুদের তৈরি পোশাক, শিশুদের পুষ্টিকর সকল খাবার, শিশুদের প্রসাধনী সহ বিপুল পণ্যের সমাহার।
স্বল্পমূল্য এবং আকর্ষণীয় ডিসকাউন্টে আপনি যা যা পাবেন তা দেখতে ভিজিট করুন এই www.kidsmall.com.bd ওয়েবসাইটে।
পন্যের একাংশ দেখুন ছবিতে: