সৌদি আরবের মক্কায় গতকাল বৃহস্পতিবার পবিত্র ওমরাহ পালনের করেছেন বলিউড খিং খান শাহরুখ খান। কিং খানের নতুন সিনেমা “ডানকি” সিনেমার শুটিং করতে গিয়েছিলেন শুটিং সৌদিতে শেষ করে পবিত্র ওমরাহ পালন করেছেন। তার ওমরাহ পালনের বেশ কিছু ছবি ও ভিডিও অনলাই মাধ্যমে ছড়িয়েছে।
বৃহস্পতিবার
(১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবে “ডাঙ্কি”র শুটিং শেষ করে মক্কায় গেছেন শাহরুখ খান।
তার ওমরাহ করার একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মক্কা থেকে জেদ্দার
রেড সি ফিল্ম ফেস্টিভালে যাওয়ার কথা রয়েছে শাহরুখের। ছবিতে দেখা যাচ্ছে রিদা আর ইজার
পরে আছেন শাহরুখ। মুখ ঢেকে রেখেছেন মাস্কে। তাকে সঙ্গ দিয়েছেন যারা, তারা সম্ভবত নিরাপত্তার দায়িত্বে।
এখানে শুটিংয়ের অনুমতি দেওয়ার জন্য সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন শাহরুখ। ধন্যবাদ দিয়েছিলেন পরিচালক রাজকুমার হিরানি এবং সহকর্মীদেরও।
https://twitter.com/iamsrk/status/1597967711392657409?s=20&t=W9f5tw7cyVSqBR3IPw82_g
শাহরুখের ছবি
দেখে এক ভক্ত মন্তব্য করেছেন, “আমি এটা দেখে ইমোশনাল
হয়ে পড়ছি। আল্লাহ ওকে আর ওর পরিবারকে সবসময় রক্ষা করুক।”
আরেকজন লিখেছেন, “এই পুণ্যস্থানে যাওয়ার যে ইচ্ছে ওর ছিল তা পূরণ হয়েছে দেখে আমরাও
খুব খুশি। আল্লাহর দোয়া যেন শাহরুখের ওপরে এভাবেই থাকে শেষ দিন পর্যন্ত, আমরা সবাই তাই চাই।”