দক্ষিণ আফ্রিকার
প্রিটোরিয়াতে এক ব্যক্তির ল্যাপটপ চুরির পর মালিকের কাছে ই-মেইল পাঠিয়ে ক্ষমা চেয়েছে
চোর। এমনকি, গুরুত্বপূর্ণ কোনো নথি যদি ল্যাপটপে
থাকে তাও ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে সে।
গত ৩০ অক্টোবর
জুয়েল থিক্সো নামের এক ব্যক্তির ল্যাপটপ চুরি হয়। চোরের কাছ থেকে ইমেইল পাওয়ার পর পুরো
ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন মালিক নিজে।
চোরে ইমেইলে
বলেছেন, “ভাই, গতকাল আমি আপনার ল্যাপটপ
চুরি করেছি। টাকার দরকার ছিল, আমার অবস্থা ভালো নয়।
আমি দেখেছি আপনি একটি গবেষণার কাজ করছেন। আপনার সেই গবেষণার ফাইলটি এখানেই পাঠিয়ে দিচ্ছি।
যদি অন্য ফাইলের প্রয়োজন হয়, তবে আজকের (সোমবার)
মধ্যে আমাকে জানাবেন। কারণ আমি ইতোমধ্যে ক্রেতা পেয়ে গেছি।“
গতকাল (রবিবার) রাতে
আমার ল্যাপটপ চুরির পর সে আমাকে মেইল করেছে। এখন মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে আমার।
মিশ্র প্রতিক্রিয়া
শুধু ই-মেইলের জন্য নয়। ল্যাপটপ মালিকের গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফেরত দিয়েছে
চোর।
সামাজিক যোগাযোগ
মাধ্যমে অনেকেই এই “ভালো” চোরের পাশে দাঁড়ানোর প্রস্তাব করছেন মালিককে। তাকে ল্যাপটপটি কিনে নেওয়ার পরামর্শও
দেওয়া হয়েছে।
কেউ কেউ “বেকার
চোরের” জন্য চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। এক ব্যক্তি মন্তব্য করেছেন, “পেটের দায়ে চুরি করলেও নীতিবোধ হারিয়ে ফেলেননি চোর।”
এক প্রতিবেদনে
এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।