• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Nov 25, 2022
11:29:02

যুক্তরাজ্যে স্কলারশিপ ও ফ্রি IELTS প্রস্তুতি বিষয়ক সেমিনার UK EDUCATION MEET 2022 হচ্ছে কক্সবাজারে।

বিশেষ প্রতিবেদকঃ

যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষা লাভের সুযোগ নিয়ে UK Education Meet 2022 হতে যাচ্ছে কক্সবাজারে।


রোববার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী SI UK BANGLADESH এর উদ্যোগে হোটেল দি কক্স টুডের কনফারেন্স হল এ যুক্তরাজ্যের ৯টি বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ কাউন্সিল দ্বারা অভিজ্ঞ ও প্রশিক্ষিত প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে UK EDUCATION MEET 2022. 


যুক্তরাজ্যের যেকোনো বিশ্ববিদ্যালয়, ভাষা স্কুল বা কলেজে আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে বিনামূল্যে নানা দিকনির্দেশনামূলক পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে সেমিনারে। কক্সবাজার জেলার আওতাধীন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা উক্ত সেমিনারে অংশগ্রহণ করবে। 


সেমিনারে যুক্তরাজ্য থেকে University of Portsmouth,  University of east anglia, University for The creative Art, Solent University, INTO, ON CAMPUS, NAVITAS, STUDY GROUP, Study In IRELAND থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবে।


সেমিনারে অংশগ্রহণ করতে নিম্নোক্ত লিংকে ফরম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

রেজিষ্ট্রেশন লিংকঃ https://tinyurl.com/siukcoxevent 


প্রথম ৫০জন নিবন্ধিত আবেদনকারী এক মাসের বিনামূল্যে IELTS প্রস্তুতি ক্লাসের জন্য যোগ্য হবেন।