• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Sep 1, 2022
01:04:02

বাংলাদেশ থেকে কর্মী নিবে কুয়েত

কুয়েতে অতিরিক্ত তাপমাত্রার কারণে জুন-জুলাই আগস্ট তিনমাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সেপ্টেম্বরের ১ম সপ্তাহে খুলতে যাচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

কুয়েতে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচুর পরিচ্ছন্নতাকর্মী কাজ করে, যাদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক। করোনায় দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় অনেক প্রবাসীকর্মী কুয়েতে ফিরতে পারেনি। ফলে সংকটে পড়ছে পরিচ্ছন্নতা কর্মীর।

কুয়েত শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত বেশ কয়েকটি কোম্পানি এরই মধ্যে বাংলাদেশ থেকে শ্রমিক আনতে অনুমতি চেয়ে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যেহেতু বাংলাদেশিদের কুয়েতে সরাসরি প্রবেশে বিধিনিষেধ রয়েছে, সেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী আনতে পারবে না কোম্পানিগুলো। 

বুধবার (৩১ আগস্ট) কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আল রাই এর তথ্যমতে, শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী আনতে অনুমতির অপেক্ষায় রয়েছে নিয়োগপ্রাপ্ত কয়েকটি কোম্পানি।

বাংলাদেশি নাগরিকদের সরাসরি ভিসা বন্ধ থাকায়, নতুন ভিসায় কুয়েত প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন নিতে হয়। অন্যদিকে, ভারত, মিশর, ফিলিপাইন, নেপাল, শ্রীলঙ্কার নাগরিকরা কোনো অনুমোদন ছাড়াই কুয়েত প্রবেশ করতে পারে।