সারা বিশ্ব এখন করোনায় সন্দিহান! চলছে মৃত্যুর মিছিল। নেই কোন চিকিৎসা! কিন্তু ডাক্তার তো আর চুপ থাকতে পারেন না! সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসা সেবা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। সেই ডাক্তারদের নেই পর্যাপ্ত পিপিই অর্থাৎ পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট। সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছেন ডাক্তারা এবং সাস্থ্যকর্মী।
পর্যাপ্ত পিপিই না থাকায় ময়লার ব্যাগ দিয়ে নিজেদের মুড়িয়ে চিকিৎসা দিচ্ছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা!
বিবিসি বাংলার এক গণমাধ্যমে জানানো হয় এ তথ্য পিপিই না থাকায় ময়লার পলিথিন ব্যাগ, প্লাসটিকের এপ্রোন ও স্ক্রিনিং করার চশমা পরে চিকিৎসা দিচ্ছেন দেশটির চিকিৎসকরা।
গবেষকরা ধারনা করছেন ১৪-১৫ এপ্রিল এর মধ্যে আরও ভয়াবহ প্রকোপ পরবে যুক্তরাজ্যে এই সময়টিকে বলা হচ্ছে পিক টাইম।
চিকিৎসকরা জানান আই সি ইউ বাড়ছে নেই পর্যাপ্ত সরঞ্জাম।
যেখানে আক্রান্ত ব্যাক্তির থেকে ২ মিটার দূরুত্ব বজায় রাখা উচিত সেকানে ২০ সে মি দূরত্ব থেকে চিকিৎসা দেয়া হচ্ছে তা ও কোন কোন ক্ষেত্রে সম্ভব হচ্ছেনা!
এ অবস্থায় চরম ঝুকিতে চিকিৎসকরা তাই নিজেদের বাঁচাতে তাদের এ উদ্যোগ।