নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী ওমর সিদ্দীক লালু ডালিম প্রতীক বরাদ্দ পেয়েছে।
শুক্রবার সকালে কক্সবাজার জেলা নির্বাচন অফিস থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক ঘোষণা করা হয়। এসময় জনপ্রিয় বর্তমান কাউন্সিলর ওমর সিদ্দীক লালুর এবং ভোটারদের পছন্দের প্রতীক ডালিম পেয়েছেন তিনি।
প্রতীক গ্রহণের পর কাউন্সিলর প্রার্থী ওমর সিদ্দীক লালু বলেন, “আমি আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে আজীবন নিজেকে নিয়োজিত রাখতে চাই। সকলের সেবা করার সুযোগ দিতে ১২জুন সারাদিন প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।”
এসময় তার শত শত নারী পুরুষ কর্মী-সমর্থকরা মিছিল সহকারে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য ওমর সিদ্দীক লালু কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের বর্তমান সফল কাউন্সিলর।